সম্ভবত আপনি কখনো চিন্তাও করেননি যে, কেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং এটিএম কার্ডের আকার-আকৃতি একই রকমের হয়ে থাকে। আপনার পাশে যে লোকটি বসে আছে তার ক্রেডিট কার্ডের ক্রেডিট লিমিট, আপনার ক্রেডিট কার্ডের সমান না হলেও, আপনাদের দুজনের মধ্যে কিন্তু একটা জিনিস মিল আছে, আর তা হল আপনাদের ক্রেডিট কার্ডের সাইজ কিন্তু একই।
আইএসও মূলত খেলনা থেকে শুরু করে কার্ডের সাইজ পর্যন্ত স্ট্যান্ডার্ড ঠিক করে থাকে। আইএসও/আইইসি ৭৮১০:২০০৩ কার্ডের আকার নির্ধারণ করে। আইএসও এবং ইন্টারন্যাশনাল ইলেক্ট্রোটেকনিক্যাল কমিশন (আইইসি) দ্বারা কার্ডের এ আকার নির্ধারণ করা হয়েছিল। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং এটিএম কার্ডগুলো তৈরি করা হয় আইডি-১ ক্যাটাগরির মাধ্যমে। তার মানে হল, এই কার্ডগুলো তৈরি করতে ১৫.৬ মিলিমিটার X ৫.৮ মিলিমিটার অথবা ৩.৩৭৫ ইঞ্চিX ২.৫ ইঞ্চি সাইজ প্রয়োজন হয়। এখানে আরেকটি উল্লেখ্য বিষয় হল যে, কার্ড যে ধরনেরই হোক না কেন তার পুরুত্ব ০.৭৬ মিলিমিটার হয়।