বাংলাদেশ ব্যাংক পরিচালিত ৩টি ইলেক্ট্রনিক ব্যবস্থায় কম খরচে দ্রুত ও নিরাপদে ব্যাংকিং করুন, যেখানে-
• সময় বাঁচবে • নগদ বহনের ঝুঁকি নেই
• খরচ কমবে • জাল নােটের ঝুঁকি নেই।
১) বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (BEFTN)
এই লেনদেন ব্যবস্থায় কোনাে ফি ছাড়াই সহজে আপনি যে সব সেবা পাবেন :
• নিজের ব্যাংক হিসাব হতে অন্য যে কোনাে ব্যাংকের গ্রাহকের হিসাবে টাকা পাঠানাে;
• প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারীদের মাসিক বেতন-ভাতা পরিশােধ;
• গ্রাহককে ডিভিডেন্ট, ইন্টারেস্ট প্রভৃতি পরিশােধ;
• গ্রাহকের ব্যাংক হিসাব হতে বিদ্যুৎ, পানি, গ্যাস বিল, ঋণের কিস্তি, বীমা প্রিমিয়াম আদায়।
২) বাংলাদেশ রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (BD-RTGS)
এই লেনদেন ব্যবস্থায় আপনি এক মুহূর্তেই নিজের ব্যাংক হিসাব হতে এক লক্ষ বা তার বেশি অঙ্কের টাকা অন্য যে কোনাে ব্যাংকের গ্রাহকের হিসাবে পাঠাতে পারেন, যাতে সর্বোচ্চ ফি মাত্র ১০০ টাকা।
৩) ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (NPSB)
এই লেনদেন ব্যবস্থায় আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও ব্যাংক হিসাবের মাধ্যমে যে কোনাে ব্যাংকের ATM, POS ও ইন্টারনেট ব্যাংকিং ব্যবস্থা ব্যবহার করে যে সব সেবা পাবেন :
• কোনাে ফি ছাড়াই নিজ ব্যাংকের ATM এ নগদ টাকা তােলা, ব্যালেন্স অনুসন্ধান এবং হিসাব বিবরণী সংগ্রহ;
• অন্য ব্যাংকের ATM এ ১৫ টাকা ফি-তে নগদ টাকা তােলা এবং ৫ টাকা ফি-তে ব্যালেন্স অনুসন্ধান ও হিসাব বিবরণী সংগ্রহ;
• কোনাে ফি ছাড়াই POS এর মাধ্যমে পণ্য/সেবার মূল্য পরিশােধ;
• কোনাে ফি ছাড়াই ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে নিজের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও ব্যাংক হিসাব হতে অন্য ব্যাংকের গ্রাহকের হিসাবে এক মুহূর্তেই টাকা পাঠানাে।
এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য আপনার ব্যাংক শাখায় যােগাযােগ করুন অথবা বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের মহাব্যবস্থাপক-কে ই-মেইল করুন : [email protected]
ইলেক্ট্রনিক ব্যবস্থায় অনেক সুবিধা থাকলেও , হ্যাক হওয়ার একটা রিস্ক থেকেই যায় ।
প্রিয়, আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।