ব্যাংক একাউন্ট সাধারনত দুই ধরনের হয়ে থাকে। ডিমান্ড ডিপোজিট অ্যাকাউন্ট এবং টাইম ডিপোজিট একাউন্ট। ডিমান্ড ডিপোজিট একাউন্টে জমাকৃত টাকা গ্রাহক যে কোন সময়ে তার চাহিদা মতো জমা এবং উত্তোলন করতে পারে। ডিমান্ড ডিপোজিট অ্যাকাউন্ট গুলো হল সেভিংস ডিপোজিট একাউন্ট, কারেন্ট ডিপোজিট একাউন্ট, শর্ট টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট এবং অন্যান্য একাউন্ট।
অন্যদিকে টাইম ডিপোজিট একাউন্টে গ্রাহক ইচ্ছামত টাকা জমা এবং উত্তোলন করতে পারে না। এই একাউন্টে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকে জমা রাখতে হয়। সেভিংস ডিপোজিট একাউন্ট, কারেন্ট ডিপোজিট একাউন্ট এবং শর্ট টার্ম ডিপোজিট একাউন্ট খুলতে যে ডকুমেন্টস লাগে তা হল-
সাধারণ ডকুমেন্ট:
- একাউন্ট অপেনিং ফর্ম সঠিকভাবে পূরণ করা এবং স্বাক্ষর করা।
- বৈধ ইন্ট্রোডিউসার।
- ইন্ট্রোডিউসার কর্তৃক সত্যায়িত গ্রাহকের দুই কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ।
- গ্রাহক কর্তৃক সত্যায়িত নমিনির ১ কপি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ এবং জাতীয় পরিচয় পত্র/বৈধ পাসপোর্ট/জন্ম নিবন্ধন সনদপত্র।
- ব্যাংক কর্তৃক নির্ধারিত প্রাথমিক জমা।
অতিরিক্ত ডকুমেন্ট:
একাউন্টের প্রকৃতি | কারেন্ট ডিপোজিট / শর্ট টার্ম ডিপোজিট একাউন্ট | সেভিংস ডিপোজিট একাউন্ট |
ব্যক্তিগত একাউন্ট | ১। জাতীয় পরিচয় পত্র/বৈধ পাসপোর্ট/জন্ম নিবন্ধন সনদপত্র ২। ঠিকানা প্রমানের জন্য ডকুমেন্ট যেমন -বিদ্যুৎ বিল /পানির বিল /গ্যাস বিলের ফটোকপি। ৩। আয়ের উৎস প্রমানের জন্য ভিজিটিং কার্ড/জব আইডি (গ্রাহক চাকরি করলে) ৪। স্টুডেন্ট আইডি (গ্রাহক স্টুডেন্ট হলে) ৫। ই-টিন সার্টিফিকেট (যদি থাকে) | ১। জাতীয় পরিচয় পত্র/বৈধ পাসপোর্ট/জন্ম নিবন্ধন সনদপত্র ২। ঠিকানা প্রমানের জন্য ডকুমেন্ট যেমন -বিদ্যুৎ বিল /পানির বিল /গ্যাস বিলের ফটোকপি। ৩। আয়ের উৎস প্রমানের জন্য ভিজিটিং কার্ড/জব আইডি (গ্রাহক চাকরি করলে) ৪। স্টুডেন্ট আইডি (গ্রাহক স্টুডেন্ট হলে) ৫। ই-টিন সার্টিফিকেট (যদি থাকে) |
জয়েন্ট একাউন্ট | ১। জাতীয় পরিচয় পত্র/বৈধ পাসপোর্ট/জন্ম নিবন্ধন সনদপত্র ২। ঠিকানা প্রমানের জন্য ডকুমেন্ট যেমন -বিদ্যুৎ বিল /পানির বিল /গ্যাস বিলের ফটোকপি। ৩। আয়ের উৎস প্রমানের জন্য ভিজিটিং কার্ড/জব আইডি (গ্রাহক চাকরি করলে) ৪। স্টুডেন্ট আইডি (গ্রাহক স্টুডেন্ট হলে) ৫। ই-টিন সার্টিফিকেট (যদি থাকে) ৬। জয়েন্ট ডিক্লারেশন | ১। জাতীয় পরিচয় পত্র/বৈধ পাসপোর্ট/জন্ম নিবন্ধন সনদপত্র ২। ঠিকানা প্রমানের জন্য ডকুমেন্ট যেমন -বিদ্যুৎ বিল /পানির বিল /গ্যাস বিলের ফটোকপি। ৩। আয়ের উৎস প্রমানের জন্য ভিজিটিং কার্ড/জব আইডি (গ্রাহক চাকরি করলে) ৪। স্টুডেন্ট আইডি (গ্রাহক স্টুডেন্ট হলে) ৫। ই-টিন সার্টিফিকেট (যদি থাকে) ৬। জয়েন্ট ডিক্লারেশন |
প্রোপাইটরশিপ একাউন্ট | ১। জাতীয় পরিচয় পত্র/বৈধ পাসপোর্ট/জন্ম নিবন্ধন সনদপত্র ২। বৈধ ট্রেড লাইসেন্স ৩। প্রোপাইটরশিপ ডিক্লারেশন ৪। টিন সার্টিফিকেট | প্রযোজ্য নহে। |
পার্টনারশিপ একাউন্ট | ১। জাতীয় পরিচয় পত্র/বৈধ পাসপোর্ট/জন্ম নিবন্ধন সনদপত্র ২। বৈধ ট্রেড লাইসেন্স ৩। পার্টনারশিপ ডিক্লারেশন ৪। রেজিস্টার্ড পার্টনারশীপ ডিড ৫। টিন সার্টিফিকেট ৬।পার্টনারদের তালিকা ৭। একাউন্ট খোলার জন্য রেজুলেশন | প্রযোজ্য নহে। |
প্রাইভেট লিমিটেড কোম্পানি একাউন্ট | ১। জাতীয় পরিচয় পত্র/বৈধ পাসপোর্ট/জন্ম নিবন্ধন সনদপত্র ২। বৈধ ট্রেড লাইসেন্স ৩। মেমোরান্ডাম অব অ্যাসোসিয়েশন অন্ড আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন (এমএ এন্ড এএ) অব দ্য কোম্পানি ডিউলি অ্যাটেস্টেড বাই চেয়ারম্যান/এমডি/সেক্রেটারি ৪। সার্টিফিকেট অব ইনকর্পোরেশন ৫। টিন সার্টিফিকেট ৬। ডিরেক্টরদের তালিকা ৭। একাউন্ট খোলার জন্য রেজুলেশন | প্রযোজ্য নহে। |
পাবলিক লিমিটেড কোম্পানি একাউন্ট | ১। জাতীয় পরিচয় পত্র/বৈধ পাসপোর্ট/জন্ম নিবন্ধন সনদপত্র ২। বৈধ ট্রেড লাইসেন্স ৩। মেমোরান্ডাম অন্ড আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন অব দ্য কোম্পানি ডিউলি অ্যাটেস্টেড চেয়ারম্যান/এমডি ৪। সার্টিফিকেট অব ইনকর্পোরেশন ৫। সার্টিফিকেট অব কমেন্সমেন্ট ৬। টিন সার্টিফিকেট ৭। ডিরেক্টরদের তালিকা ৮। একাউন্ট খোলার জন্য রেজুলেশন | প্রযোজ্য নহে। |
ক্লাব/এসোসিয়েশন/ট্রাস্ট/ সোসাইটি/শিক্ষা প্রতিষ্ঠান/ মসজিদ/মাদ্রাসা/এনজিও একাউন্ট | ১। জাতীয় পরিচয় পত্র/বৈধ পাসপোর্ট/জন্ম নিবন্ধন সনদপত্র ২। বাই লজ, ট্রাস্ট ডিড ৩। রেজিস্ট্রেশন সার্টিফিকেট ৪। সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট থেকে অনুমতি ৫। নির্বাহী কমিটি/গভর্নিং বডির মেম্বারদের তালিকা ৬। এনজিওর একাউন্ট খোলার ক্ষেত্রে ব্যুরো অব এনজিওর অনুমতি | ১। জাতীয় পরিচয় পত্র/বৈধ পাসপোর্ট/জন্ম নিবন্ধন সনদপত্র ২। বাই লজ, ট্রাস্ট ডিড ৩। রেজিস্ট্রেশন সার্টিফিকেট ৪। সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট থেকে অনুমতি ৫। নির্বাহী কমিটি/গভর্নিং বডির মেম্বারদের তালিকা ৬। এনজিওর একাউন্ট খোলার ক্ষেত্রে ব্যুরো অব এনজিওর অনুমতি |
Www
Ashik
ধন্যবাদ
হ্যালো ভাইয়া আমি একাউন্ট করতে চাই আমার NID নাই জন্মনিবন্ধন কার্ড আছে হবে কি।আর নমিনির জন্মনিবন্ধন কার্ড আছে ছবি আছে। একাউন্ট করতে কোথায় আসতে হবে বলবেন প্লিজ।
জন্মনিবন্ধন কার্ডের উপর ছবি যুক্ত করে চেয়ারম্যান, কমিশনার, মেম্বার অথবা সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ কর্তৃক ভেরিফাই করতে পারলে আপনি একাউন্ট খুলতে পারবেন। উল্লেখ্য যে জন্ম নিবন্ধন কার্ডটি অনলাইনে ভেরিফাই হতে হবে।
ভাই জন্ম নিবন্ধন অনলাইন ছাড়া হবে না
sonali sebha appsta subidar na account kora jai na. onek sesta korci hoy na ekon sesta korle lekha ache onekbar sesta kora hoyse. joga jok korte bole. ekon onno nmbr diya sesta korlam code ase but kaj hoy na sutorang eta ekta hoyrani mulok apps ja grahokke birokto kore
আপনি অনলাইনে অন্য ব্যাংকের একাউন্ট খুলতে পারেন।
ভাই online bangking এর user id openকরতে কোন ব্যংকে৷যেতে হয়।
আপনার যে ব্যাংকে একাউন্ট আছে সেই ব্যাংকের যেকোনো শাখায় যেতে হবে। সবচেয়ে ভালো হয় কল সেন্টারে যোগাযোগ করে জেনে নেয়া যে কিভাবে কিভাবে ইন্টারনেট ব্যাংকিং চালু করতে হবে। প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। https://www.economics.com.bd/যোগাযোগ/
বাৎসরিক ব্যাংক চার্জ কত টাকা দিতে হয়।
৩৪৫ টাকা ৬ মাস অন্তর। আরো জানতে ভিজিট করুন – https://www.economics.com.bd/একাউন্ট-মেইনটেন্যান্স-ফি
সেভিংস অ্যাকাউন্ট এ কি কোনো লাভ দেওয়া হয়?
সেভিংস একাউন্ট এ সুদ/মুনাফা দেয়া হয়।
ভাই আমি একটা ডেবিট কার্ড তৈরী করতে চাই।হেল্প প্লিজ।কিভাবে তৈরি করব
যেকোন ব্যাংকের একাউন্ট খুললেই ডেবিট কার্ড পাবেন। একাউন্ট খোলার আগে অবশ্যই কথা বলে নিতে হবে যে ডেবিট কার্ড দিবে কিনা।
Awesome হইছে…
প্রিয়, আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
একউনট খোলাপর কত দিনএর মধ্যে চেক বই দেওয়া হবে ….?
সাধারণত সাত কর্ম দিবস।
ব্যাংক কর্তৃক নির্ধারিত প্রাথমিক জমা কত টাকা রাখতে হয়?
সাধারণত সর্বনিম্ন 500 টাকা
মসজিদের ব্যাংক একাউন্ট করতে কি কি লাগে?
প্রিয়, আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। বিস্তারিত তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। প্রয়োজনে ফোন করুন। এই লিংক এ আমাদের ফোন নম্বর দেয়া আছে। https://www.economics.com.bd/যোগাযোগ/
ক্রেডিট কার্ড নিতে হলে কি লাগবে
প্রিয়, আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। https://www.economics.com.bd/যোগাযোগ/
The best article about an open bank account. also, it’s easy to guess.
প্রিয়, আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
স্যার,অন্য কারো একাউনট খোলার সময় যদি পরিচয়দানকারি হিসেবে আমি হই বা আমার একাউন্ট নামবার দেয়া লাগে এবং আমার সিগনেচার করতে হয়ে।তবে কি ভবিষ্যতেআমার কোন সমস্যাহতেপার? দয়া করে জানাবেন ধন্যবা।
আপনার মতামতের জন্য ধন্যবাদ। সমস্যা হওয়ার তেমন কোন সম্ভাবনা নেই। তবে ব্যাংক থেকে যদি কখনও ওই গ্রাহককের সাথে যোগাযোগ করা সম্ভব না হয়, তাহলে আপনার সাথে যোগাযোগ করতে পারে।
স্যার,অন্য কারো একাউনট খোলার সময় যদি পরিচয়দানকারি হিসেবে আমি হই বা আমার একাউন্ট নামবার দেয়া লাগে এবং আমার সিগনেচার করতে হয়ে।তবে কি ভবিষ্যতেআমার কোন সমস্যাহতেপার? দয়া করে জানাবেন ধন্যবা।
সমস্যা হওয়ার তেমন কোন সম্ভাবনা নেই। তবে ব্যাংক থেকে যদি কখনও ওই গ্রাহককের সাথে যোগাযোগ করা সম্ভব না হয়, তাহলে আপনার সাথে যোগাযোগ করতে পারে।
ভোটার আইডি কাড ছারা কি সেভিং একাউন্ট খোলা যাবে , আমার জন্মনি বন্ধন কাড আছে কিন্তু ভোটার কাড নাই
একন কি করবো বলবেন প্লিজ
জাতীয় পরিচয়পত্র ছাড়া সাধারণত একাউন্ট খোলা হয় না। তবে জন্ম নিবন্ধন সার্টিফিকেট যদি ভেরিফাই করা যায় তাহলে একাউন্ট খোলা যায়। আর ভেরিফাই না করা গেলে নিবন্ধন সার্টিফিকেটের উপর ছবি যুক্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেমন ওয়ার্ড কমিশনার/ইউপি চেয়ারম্যান দ্বারা সত্যায়িত করে একাউন্ট খোলা যায়। এছাড়াও পাসপোর্ট দিয়ে একাউন্ট খোলা যায়।
ভাইয়া আমি সেভিংস একাউন্ট খুলবো। আমার Nid কার্ড নাই সিল্প আছে। । জন্ম নিবন্ধন সার্টিফিকেট ভেরিফাই করা হয়েনি।তবে নিবন্ধন সার্টিফিকেটের উপর ছবি যুক্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চেয়ারম্যান দ্বারা সত্যায়িত করা হয়।এমত অবস্থায় ব্যাংক কর্তৃপক্ষ জম্ম নিবন্ধন ভেরিফাই না হলে একাউন্ট খোলা যাবে জানিয়ে দেয়। এখন কি করলে একাউন্ট খোলা যাবে?
ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধন ঠিক করে নিন।
https://everify.bdris.gov.bd/ এখান থেকে নিজেও চেক করে নিতে পারেন।
ব্যবসায়িক একাউন্ট কোলার জন্য কি কি লাগবে?লেনদেনের নিদিষ্ট পরিমাণ কত টাকা পর্যন্ত?
ব্যাবসায়িক লেনদেনের জন্য সাধারণত সিডি বা কারেন্ট ডিপোজিট একাউন্ট খোলা হয়। ব্যাবসায়ের ধরণ অনুযায়ী ডকুমেন্ট দিতে হয়। লিমিটেড কোম্পানির জন্য এক ধরণের ডকুমেন্ট আবার প্রোপ্রাইটরশীপ একাউন্টের জন্য এক ধরণের ডকুমেন্ট দিতে হয়। ব্যাবসায়ের বার্ষিক টার্ন ওভারের উপর ভিত্তি করে লেনদেনের পরিমান নির্ধারণ করা হয়ে থাকে। যার ব্যাবসায়ের ভলিউম যত বেশি তার লেনদেনের পরিমান তত বেশি দেয়া হয়।
ভাই বিদেশ থাকা অবস্থায় কি ডিমান্ড ডিপোজিট অ্যাকাউন্ট খোলা যাবে????????
আপনার মতামতের জন্য ধন্যবাদ। বিদেশে থাকা অবস্থায় ডিমান্ড ডিপোজিট একাউন্ট খোলা যাবে সেক্ষেত্রে দেশে থেকে যে কোন বাণিজ্যিক ব্যাংক থেকে ডিমান্ড ডিপোজিট একাউন্ট এর ফরম নিয়ে স্বাক্ষর করে সেই স্বাক্ষর দূতাবাস কর্তৃক সত্যায়িত করে দেশে পাঠিয়ে দিলে তবে একাউন্ট খোলা যাবে।
স্যার, আমার তো জাতীয় পরিচয়পত্র নাই আমি কি একাউন্ট খুলতে পারবো জন্ম নিবন্ধন সার্টিফিকেট দিয়ে?
জন্ম নিবন্ধন সনদ দিয়ে একাউন্ট খুলতে পারবেন সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান /ওয়ার্ড কমিশনার কর্তৃক ছবি যুক্ত করে সত্যায়িত করে নিয়ে আসতে হবে।
গ্রাহক দেশের ভাইরে থাকা অবস্থা কি একাউন্ট খোলা যাবে
যাবে। সেক্ষেত্রে গ্রাহককে একাউন্ট ওপেনিং ফর্মে স্বাক্ষর করে সেই স্বাক্ষর দূতাবাস কর্তৃক ভেরিফাই করে পাঠাতে হবে।
বিদেশি দের জন্য টাকা লেনদেন করতে কোন একাউন্ট টা ভালো
বিদেশীদের জন্য ইউএসডি একাউন্ট খোলা ভালো।
আমি পূবালী ব্যাংকে একাউন্ট করতে চাই তো সেইভিংস একাউন্ট না কারেন্ট একাউন্ট দুইটার মধ্যে কোনটি খুললে ভালো হবে এবং সুবিধা পাওয়া যাবে তবে আমি কিন্তু ব্যবসাহি না
সেভিংস একাউন্ট খুললে বেশি সুবিধা পাওয়া যাবে।
জনাব মহোদয়,
আমার একটি ব্যাংক একাউন্ট খুলার ইচ্ছে ছিল,
যেখানে আমি যে কোন সময় টাকা রাখা ও উত্তোলন করতে পারি,
সে হিসেবে আমাকে একাউন্ট খুলতে কি কি করতে হবে!?
এবং আমার নমিনির কি কি ডকুমেন্ট দিতে হবে?
জানালে কৃতজ্ঞ থাকব।
আপনাকে সেভিংস একাউন্ট খুলতে হবে। এই জন্য আপনাকে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, এনআইডি কার্ড, বাসার ইউটিলিটি বিল যেমন বিদ্যুৎ, গ্যাস, পানির বিলের কপি নিতে হবে। আর নমিনির এক কপি ছবি এবং এনআইডি কার্ড এর কপি লাগবে। সম্ভব হলে আয়ের উৎসের প্রমাণপত্র যেমন ভিসিটিং কার্ড, আইডি কার্ড এর কপি নিতে হবে।
বয়স 18 বছর ব্যতীত ব্যাংকে যৌথভাবে একাউন্ট খোলা যায় না?
না।
স্যার আমরা একাউন্ট খোলার কাজ নিতে চাই কমিসনে এলাকা ভিত্তিক আমরা কী এই কাজটা পেতে পারী?
না
আমি একটা একাউন্ট খুলতে চাই কিন্তু আমি তো স্টুডেন্ট আমার নামে তো কোনো কারেন বিল,গ্যাস বিল,পানির বিলের কাগজ নাই। সেক্ষেত্রে আমি কি একাউন্টার খুলতে পারবো আর যদি পারি তাহলে কোন একাউন্ট খুললে আমার সুবিধা হবে কারন আমি অনলাইনে কাজ তাই আমার একাউন্টে ইউরো এবং ডলার আসবে সেই জন্য কোনটা আমার সুবিধা হবে?
আপনি যে বাসায় থাকেন সেই বাসার ইউটিলিটি বিলের কপি দিলেই চলবে। যেকোন ব্যাংকের সেভিংস একাউন্ট খুলতে হবে তবে খেয়াল রাখতে হবে একাউন্টি যেন অনলাইন হয়, ইন্টারনেট ব্যাংকিং এবং ভিসা কার্ড যেন থাকে।
একাউন্ট খুলতে
কত টাকা লাগে?
ব্যাংক টু ব্যাংক ভেরি করে তবে সাধারণত সর্বনিম্ন পাঁচশত টাকা।
আমার ১৮ বছর হতে কিছুটা মাস বাকি আছে। আমার nid card আছে। এমন অবস্থায় কি একাউন্ট খোলা যাবে? এমনকি এজেন্ট নাকি মেইন শাখাতে একাউন্ট করলে বেশি সুবিধা পাওয়া যাবে?
স্টুডেন্ট একাউন্ট খুলতে পারবেন। সেক্ষেত্রে গার্ডিয়ান লাগবে। সবচেয়ে ভালো হয় ১৮ বছর পূর্ণ হওয়ার পর সাধারণ সেভিংস একাউন্ট খোলা। এজেন্ট ব্যাংকিং এর চেয়ে শাখায় একাউন্ট খুললে বেশি সুবিধা পাওয়া যায়।
Ami akjon student. Amar kache kono passport, bidyut,gas er copy nei. Ami ki savings account khulte parbo?
পারবেন।
নমিনি না হলে কি একাউন্ট খোলা জাবে না????
ব্যক্তি নামে একাউন্ট খুললে অবশ্যই নমিনি দিতে হবে। না হলে একাউন্ট খুলতে পারবেন না।
স্যার, আমি একজন ছাত্র। কোনো স্টুডেন্ট কার্ড নাই। আবার বিদ্যুৎ বিলের কোনো কাগজও নাই। কারন, আমার বাড়ি প্রত্যন্ত এক চর এলাকায়। এখন আমি কিভাবে একাউন্ট খুলতে পারি?
দয়াকরে জানাবেন।
বয়স 18 বছরের বেশি হলে একাউন্ট খুলতে পারবেন
স্যার আমি একটা মাসিক বীমা করেছিলাম সেখান থেকে আমাকে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে বলছে এখন একটু বলবেন আমার করনীয় কী?
বীমার টাকা আপনাকে ক্যাশ দিবে না পে অর্ডার করে দিবে। সেই পে অর্ডার ভাঙ্গানোর জন্য আপনাকে ব্যাংক একাউন্ট থাকতে হবে। আপনার নিকটস্থ যেকোন ব্যাংকে একাউন্ট করে ফেলুন যেখানে অনলাইন একাউন্ট এবং ক্লিয়ারিং সিস্টেম চালু আছে।
Account hoye gele ki vobishsote bondo hobe ki na
নির্দিষ্ট সময়ের মধ্যে লেনদেন না হলে ডরমেন্ট হবে। ডরমেন্ট হবার ১০ বছর পর স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে।
আমারা একটা নতুন সংগঠন খুলেছি! এখন একটি চলমান একাউন্ট খুলতে কি কি লাগবে
[আমাদের কারো এনআইডি নাই]
সংগঠনের নামে একাউন্ট খোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে লাইসেন্স লাগবে। তাছাড়াও এনআইডি/পাসপোর্ট/জন্ম নিবন্ধন লাগবে।
ভাই আমি একাউন্ট খুলতে চাই আমার NID নাই জন্মনিবন্ধন আছে। আমি নন্দিপাড়া ব্রিজ বাসাবো খিলগাঁও থাকি।আসেপাশে আপনাদের শাখা কি আছে
নাই
ট্রেড লাইসেন্স এ ব্যবসার ধরন যদি আমদানিকারক থাকে তা হলে একাউন্ট খোলার জন্য কি আমদানিকারক এর লাইসেন্স লাগবে ???
না শুধু ট্রেড লাইসেন্স টা আপডেট থাকলেই হবে।
Onno account theke amr account e taka Pathabe so tar ki ki lagbe
আপনার একাউন্ট নাম্বার, ব্রাঞ্চের নাম, ব্যাংকের নাম লাগবে।
আমি আমার নিজের জন্য ব্যাংক খুলতে চাইলে কি খুলতে পারবো? পারলে কি কি দরকার হবে?
আপনার এবং নমিনি এর ছবি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ইউটিলিটি বিল এর ফটোকপি প্রাথমিক জমা ইত্যাদি দিতে হবে।
ভাই বাবা মারা যাওয়ার ফলে এখন মা হলো নমীনি,এখন পেনশনের জন্য আম্মার একটি সোনালি ব্যাংকে নতুন করে একাউন্ট করতে হবে, এটাকে কি হিসাব বলে?এবং কি কি কাগজপত্র লাগবে হিসাব খুলতে জানাবেন।
আপনাকে সেভিংস একাউন্ট খুলতে হবে। ২ কপি ছবি, এনআইডি, নমিনির ছবি, এনআইডি, ইউটিলিটি বিলের কপি।
স্যার,এলাকা ভিত্তিক টি ক্যাস মোবাইল ব্যাংকিং এর কমিশনের মাধ্যমের একাউন্ট খুলতে কাজ শুরু হইছে।
না
পাসপোর্ট দিয়ে একাউন্ট খোলা যাবে কি না জানাবেন।
যাবে
স্যার YouTube channel থেকে ডলার কি ব্যাংকে নেওয়া যাবে
হ্যা নেয়া যাবে।
স্যার আমি একদিন এক বাংলালিংক কাস্টমার কেয়ার গেছিলাম রংপুরে, তো ও খান কার কর্মকর্তা আমার হাতের ছাপ নিছিলো বাট সে ছাপ দিয়ে আমার কোন কাজ হয় নি। এখন আমার এটা নিয়ে খুব চিন্তা হয় যে ওনারা যে আমার আংগুলের ছাপ নিলো সেই ছাপ দিয়ে কোনো একাউন্ট খোলা বা কোন অপরাধ মুলক কাজ কি করতে পারবে?
প্লিজ আমাকে জানিয়ে দিবেন বিষয় টি
সত্যি আমি খুব দুঃচিন্তায় আছি
না কোনো একাউন্ট করতে পারবেনা।
আচ্ছা ঠিকানা প্রমানের জন্য ডকুমেন্ট যেমন -বিদ্যুৎ বিল /পানির বিল /গ্যাস বিলের ফটোকপি এইসব কোনোটাই আমার নাম এ হয় নাই আমার বাবার নামে ওই তথ্য গুলো তাহলে আমি কেমনে ওগুলো দিবো ওগুলো ছাড়া কি একাউন্ট হবে নাহ?
আপনার বাবার নামের ইউটিলিটি বিল দিলেই হবে।
Ami akjon student. Amar kache kono passport,bidyut,gas er copy nai. Ami koibabe bank account khulbo?
By NID or Birth Certificate.
আমি এজেন্সি আনতে চাচ্ছি
আমার দোকান আছে, এখন আমার এজেন্ট দরকার কেমনে আনতে পারি যদি সাহায্য করতেন
সংশ্লিষ্ট ব্যাংকের কল সেন্টারে যোগাযোগ করে দেখতে পারেন।
নমিনিকে কি ব্যাংক একাউন্ট খোলার সময় সাথে রাখতে হবে সাইন করার জন্য নাকি নমিনির ছবি আর ভোটার আইডি হলেই চলবে নমিনির উপস্থিতি কি দরকার???
উপস্থিতি এবং sign কোনোটাই দরকার নাই। নমিনির ছবি আর ভোটার আইডি হলেই চলবে
NEVER share the OTP and PIN. bKash never asks for these. One-time password is 969821. Expiry: 30 seconds. UID: wgBmYWuOA+X
আমার লোন লাগবে হেল্প
01714419106
ননপ্রোফিট সংগঠন, ম্যাগাজিন বা অনিবন্ধিত সংগঠন বা ছোট প্রতিষ্ঠানের নামে ব্যাংক একাউন্ট খোলা যায় কিভাবে?
এর জন্য কি কি প্রয়োজন?
Bai ucb bank e ki atm card dibe kindly janaben