যে কোন ধরনের ব্যাংক একাউন্ট পরিচালনা করার জন্য সরকারকে দুই ধরনের কর প্রদান করতে হয়। একটি হল আয় কর, আর অন্যটি হল আবগারি শুল্ক। ব্যাংক থেকে আপনি কোন সুদ বা মুনাফা পেলে যেমন আপনার কাছ থেকে আয় কর কেটে রাখা হয়, ঠিক তেমনি ব্যাংকে টাকা রাখলেই নির্দিষ্ট পরিমাণ ব্যালেন্সের অতিরিক্ত হলেই সাধারণত এক ক্যালেন্ডার বছরে একবারই বিশেষ করে ডিসেম্বর মাসের শেষের দিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ আপনার একাউন্ট থেকে কর্তন করা হয়। সর্বশেষ হালনাগাদকৃত ২০২০ সালের জুলাই মাসের ১ তারিখ থেকে আবগারি শুল্কের পরিমাণ নির্ধারণ করা হয়। আবগারি শুল্ক বছরে একবারই কর্তন করা হয়।
যে কোন ধরনের হিসাবের ডেবিট অথবা ক্রেডিট ব্যালেন্স যদি ওই ক্যালেন্ডার বছরের যেকোনো সময়ে এক লক্ষ টাকা ব্যালেন্স অতিক্রম না করে তাহলে কোন আবগারি শুল্ক কর্তন করা হয় না। এক লক্ষ টাকা ব্যালেন্সের বেশি কিন্তু ৫ লক্ষ টাকা বা তার কম হলে বছরে একবার ১৫০.০০ টাকা কর্তন করা হয়। ৫ লক্ষ টাকা ব্যালেন্সের বেশি কিন্তু ১০ লক্ষ টাকা ব্যালেন্স বা তার কম হলে ৫০০.০০ টাকা আবগারি শুল্ক কাটা হয়। ১০ লক্ষ টাকা ব্যালেন্সের বেশি কিন্তু এক কোটি টাকা ব্যালেন্স বা তার কম হলে ৩০০০.০০ টাকা এবং ১ কোটি টাকার ঊর্ধে কিন্তু পাঁচ কোটি টাকা ব্যালেন্স বা তার কম হলে ১৫০০০.০০ টাকা এবং ৫ কোটি টাকার ঊর্ধ্বে হলে ৪০,০০০.০০ টাকা আবগারি শুল্ক কর্তন করা হয়।