অনলাইনে সোনালী ব্যাংক একাউন্ট খোলার জন্য “সােনালী ই-সেবা (Sonali eSheba)” মোবাইল সফটওয়্যার ব্যবহার করতে হবে।
“সােনালী ই-সেবা” হলাে সােনালী ব্যাংক লিমিটেডের একটি মােবাইল অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে বাংলাদেশের নাগরিকেরা অনলাইনে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সক্ষম হবেন এবং পাশাপাশি ব্যাংক প্রদত্ত অন্যান্য পরিষেবাগুলাে উপভােগ করতে পারবেন। প্রাথমিকভাবে মুক্তিযােদ্ধা, বিধবা, নিঃস্ব মহিলা, বয়স্ক ভাতাভােগীগন, কৃষক, মৎস্যজীবী, প্রতিবন্ধী শিক্ষার্থী, আর্থিকভাবে অসচ্ছল প্রতিবন্ধী, দরিদ্র দুগ্ধদানকারী মা, বেদে ও সুবিধাবঞ্চিত সম্প্রদায়, হিজড়া, গার্মেন্টস শ্রমিক, রিকশা চালক, ট্যাক্সি ড্রাইভার, অবসরপ্রাপ্ত ব্যক্তি, চাকুরীজীবী (বেতনভুক্ত ব্যক্তিরা) এই অ্যাপের মাধ্যমে তাদের ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন।
পূর্বশর্ত -১: আপনার স্মার্টফোন এবং জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সার্টিফিকেট এর মূল কপি নিন। ঘরে বসে আপনার জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সার্টিফিকেট ব্যবহার করে মুহূর্তেই সােনালী ব্যাংক লিমিটেডে একাউন্ট খুলুন।
পূর্বশর্ত -২: গুগল প্লে স্টোর থেকে “সােনালী ই-সেবা (Sonali eSheba)” অ্যাপটি ডাউনলােড ও ইনস্টল করুন।
ধাপ-১: অ্যাপটি খুলুন এবং “ব্যাংক একাউন্ট খুলুন” আইকনে ক্লিক করুন।
ধাপ-২: আপনার নিবন্ধিত মােবাইল নম্বর প্রদান করুন।
আপনার নামে নিবন্ধিত ১১ ডিজিটের মােবাইল নম্বরটি এখানে লিখুন এবং ‘সাবমিট’ বাটনে ক্লিক করুন, আপনার মােবাইলের মেসেজ অপশনে একটি One Time Password (OTP) আসা পর্যন্ত অপেক্ষা করুন।
ধাপ-৩: প্রাপ্ত OTP দিয়ে মােবাইল নম্বর যাচাই সম্পন্ন করুন ।
আপনার প্রদত্ত মােবাইল নম্বরে প্রাপ্ত ৬ সংখ্যার OTP টি সাবমিট করুন। OTP প্রাপ্তির ২মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে OTP প্রদান করতে হবে।
ধাপ-৪: জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সার্টিফিকেট যাচাইকরণ।
মােবাইল নম্বর যাচাই সম্পন্ন হলে মােবাইলের ক্যমেরা ব্যবহার করে নিজের সেলফি তুলুন। এর পর জন্ম তারিখ (বছর/মাস/দিন অনুযায়ী স্ক্রল করে নির্বাচন করুন) ও এনআইডি নম্বর ঘরে ১৭ সংখ্যার জাতীয় পরিচয়পত্র নম্বর (১৩ সংখ্যার জাতীয় পরিচয়পত্রের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র নম্বরের পূর্বে জন্মসাল সংযুক্ত করে নিতে হবে) / ১০ সংখ্যার স্মার্ট কার্ড নম্বর প্রদান করে “তথ্য যাচাই করুন” বাটনে ক্লিক করুন। জাতীয় পরিচয়পত্র নম্বর না থাকলে জন্ম নিবন্ধন নম্বর ঘরে জন্ম নিবন্ধন নম্বর প্রদান করে “তথ্য যাচাই করুন” বাটনে ক্লিক করুন।
ধাপ-৫: মৌলিক তথ্য প্রদান
জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সার্টিফিকেট সফলভাবে যাচাই সম্পন্ন হলে আপনার বর্তমান ঠিকানা (গ্রাম/রাস্তা, পােস্ট অফিস, জেলা, উপজেলা) ও স্বামী/স্ত্রী এর নাম লিখে ‘পরবর্তী’ বাটনে ক্লিক করুন।
ধাপ-৬: জাতীয় পরিচয়পত্রের সম্মুখ অংশের ছবি তুলুন
ক্যামেরা আইকনে ক্লিক করে মােবাইলের ক্যমেরা ব্যবহার করে আপনার জাতীয় পরিচয়পত্রের সম্মুখ অংশের ছবি তুলুন ও পরবর্তী বাটনে ক্লিক করুন।
ধাপ-৭: জাতীয় পরিচয়পত্রের পিছনের অংশের ছবি তুলুন।
একইভাবে ক্যামেরা আইকনে ক্লিক করে মােবাইলের ক্যামেরা। ব্যবহার করে আপনার জাতীয় পরিচয়পত্রের পিছনের অংশের ছবি তুলুন ও ‘পরবর্তী’ বাটনে ক্লিক করুন।
ধাপ-৮: ব্যাংক ও নমিনীর তথ্য প্রদান
আপনার প্রদানকৃত বর্তমান ঠিকানার উপর ভিত্তি করে ব্যাংকের নিকটস্থ শাখাসমূহ প্রদর্শিত হবে এবং সেখান থেকে আপনার পছন্দসই শাখাটি নির্বাচন করুন। অতঃপর ড্রপডাউন লিষ্ট হতে আপনার কাঙ্খিত হিসাবের ধরণ নির্বাচন করুন। নমিনীর তথ্য (নাম, নমীনির সাথে সম্পর্ক, নমীনির এনআইডি নম্বর) প্রদান করে ‘একাউন্ট খুলুন’ বাটনে ক্লিক করুন।
ধাপ-৯: নিশ্চিতকরণ বার্তা ও পিডিএফ ফাইল সংরক্ষণ করুন
সফলভাবে একাউন্টটি খােলা হলে একাউন্ট নম্বরসহ একটি মেসেজ আপনার মােবাইলে আসবে, তা সংরক্ষণ করুন।
ধাপ-১০: ০৩ (তিন) মাসের মধ্যে নির্বাচিত শাখায় গমনপূর্বক স্বাক্ষর ও অন্যান্য প্রয়ােজনীয় তথ্য প্রদান করতে হবে।
আপনার ব্যাংক একাউন্টে এখন আপনি টাকা জমা করতে পারবেন। তবে একাউন্ট ডিএক্টিভেশন এড়াতে এবং একাউন্টের সকল সুবিধা উপভােগ করতে অবশ্যই একাউন্ট খােলার ০৩(তিন) মাসের মধ্যে গ্রাহককে নির্বাচিত শাখায় গমনপূর্বক স্বাক্ষর ও অন্যান্য প্রয়ােজনীয় তথ্য প্রদান করতে হবে।
* ** আপনার সকল তথ্য ইংরেজীতে পূরণ করতে হবে।
প্রবাস থেকে একাওনট করা জাবে কি
প্রবাস থেকে একাউন্ট খোলার জন্য সরকার চিন্তাভাবনা করছেন। খুব শিগ্রহ ই এই সেবাটি চালু হবে আমাদের দেশে।
প্রবাস থেকে কি একাউন্ট খুলতে পারব?
প্রবাসে থেকেও আপনি ব্যাংক একাউন্ট খুলতে পারবেন। বাংলাদেশে ইস্টার্ণ ব্যাংক লিমিটেড এর ইন্সটা ব্যাংকিং এর মাধ্যমে আপনি একাউন্ট খুলতে পারবেন সে ক্ষেত্রে আপনাকে ব্যাংকে আসতে হবে না। কিন্তু আপনার জাতীয় পরিচয় পত্র থাকতে হবে। বিস্তারিত এই লিংকে ক্লিক করুন।
আমার সরকারী প্রয়োজনে সোনালী ব্যাংকে একাউন্ট খোলা লাগতেছে…অনলাইনে খুললে সামস্যা হবে কি.??
না
৩ মাস পরে অন্যান্য কি কি তথ্য দিতে হবে
না
আমি একজন প্রবাসী আমি কিভাবে একাউন্ট খুলতে পারি
এই লিংকে ক্লিক করে আপনি ইস্টার্ন ব্যাংকে একাউন্ট খুলতে পারবেন।
আমি একজন কৃষক আমি একাওন খুলতে চাই
আপনার নিকটস্থ যেকোনো ব্যাংকের শাখা উপশাখা অথবা এজেন্ট ব্যাংকিং এ যোগাযোগ করুন।
Amar account kotodiner moddho approved hobe???
একাউন্ট ওপেন করলে সাথে সাথে অপ্প্রভ হয়।
অনলাইন অ্যাকাউন্ট খোলার পর আমি ব্রাঞ্চে যাওয়ার আগেই কি একাউন্ট এ টাকা আনতে পারবো
পারবেন
মোঃ সাজ্জাদ হোসেন। আমার সোনালী ব্যাংকে আমার নিজ নামে “পরিবার সঞ্চয়পত্র কেনা আছে”, তাহলে আমি কি নতুন করে একাউন্ট খুলতে পারবো? দয়াকরে জানাবেন।
(আমি একজন শারিরীক প্রতিবন্ধী)
পারবেন
আমার সোনালী ব্যাংক এ একটি সঞ্চয়ী account আছে।যেটাতে আমার বেতন আসে। আমি কি অনলাইনে আরও একটি সঞ্চয়ী account করতে পারবো?
আমি একটা একাউন্ট খুলছি কিন্তু ব্যাংকে গেছিলাম তারা বল্লো অনলাইনের ফরম টা নিয়ে আসবেন।কোন কাগজটার কথা বলছিল আমি বুঝি নাই
PROVIDE YOUR MOBILE NUMBER.